
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

বৃষ্টির শব্দে ভিজে যায় ঘরের নীরবতা,
জানলার কাচে আছড়ে পড়ে শত রূপকথা।
জলের রেখা আঁকে উলটো-পালটা সময়,
মনে হয় যেন—কে যেন ডাকছে খুব কায়মনোবায়।
কাচের ওপারে অস্পষ্ট শহর,
আলোর ভেতরেও একরাশ অন্ধকার জমে।
পিছলে যাওয়া ফোঁটাগুলো যেন চিঠি,
যা কোনোদিন পাঠানো হয়নি, শুধু লেখা হয়েছিল জমে জমে।
একটা ফোঁটা থেমে যায়, একটু থামে,
তারপর ঝরে পড়ে—ঠিক যেমন
কোনো সিদ্ধান্ত দীর্ঘশ্বাসে বদলায়,
আর কিছু কথা মুখে আসার আগেই অচেনা হয়ে যায়।
ঘরের ভেতর আমি, একা, একটানা,
বাইরে শুধু বৃষ্টি, আর জানলার কাচে তার ছন্দবদ্ধ আঘাত।
জানলার এই কাচটাই যেন জীবন,
যার এপারে আমি, ওপারে আমার ফেলে আসা দিন।
সহিদুল আলম স্বপন: সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ ও কলামিস্ট

বৃষ্টির শব্দে ভিজে যায় ঘরের নীরবতা,
জানলার কাচে আছড়ে পড়ে শত রূপকথা।
জলের রেখা আঁকে উলটো-পালটা সময়,
মনে হয় যেন—কে যেন ডাকছে খুব কায়মনোবায়।
কাচের ওপারে অস্পষ্ট শহর,
আলোর ভেতরেও একরাশ অন্ধকার জমে।
পিছলে যাওয়া ফোঁটাগুলো যেন চিঠি,
যা কোনোদিন পাঠানো হয়নি, শুধু লেখা হয়েছিল জমে জমে।
একটা ফোঁটা থেমে যায়, একটু থামে,
তারপর ঝরে পড়ে—ঠিক যেমন
কোনো সিদ্ধান্ত দীর্ঘশ্বাসে বদলায়,
আর কিছু কথা মুখে আসার আগেই অচেনা হয়ে যায়।
ঘরের ভেতর আমি, একা, একটানা,
বাইরে শুধু বৃষ্টি, আর জানলার কাচে তার ছন্দবদ্ধ আঘাত।
জানলার এই কাচটাই যেন জীবন,
যার এপারে আমি, ওপারে আমার ফেলে আসা দিন।
সহিদুল আলম স্বপন: সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ ও কলামিস্ট
ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।
লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
১ দিন আগে