logo
খবর

সিলেটে এখনো দেদার চলছে পাহাড়-টিলা কাটা, অভিযোগ পরিবেশবাদীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
সিলেটে এখনো দেদার চলছে পাহাড়-টিলা কাটা, অভিযোগ পরিবেশবাদীদের
সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। ২৯ ডিসেম্বর ২০২৪। ছবি: প্রথম আলো

সিলেটে আইন অমান্য করে এখনো দেদার পাহাড়-টিলা কাটা চলছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, টিলা কাটার কারণে প্রাণহানিও হচ্ছে। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটে ৫১ জন নিহত হয়েছেন। এই টিলা প্রধানত সরকারি উদ্যোগের কারণেই ধ্বংস হচ্ছে।

খবর প্রথম আলোর।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি, পরিবেশ ও জনস্বার্থে পাহাড়-টিলা সংরক্ষণের গুরুত্ব’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়।

বেলার সমন্বয়ক হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ।

শাহ সাহেদা আখতার বলেন, এসএ রেকর্ড অনুযায়ী সিলেটে ২০০৯ সালে টিলার সংখ্যা ছিল ১ হাজার ২৫টি। এখন এটা পৌঁছেছে মাত্র ৫৬৫টিতে। সিলেটের টিলাগুলো মূলত ধ্বংস হচ্ছে সরকারি ও ব্যক্তি উদ্যোগ, শিল্পপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আইন প্রয়োগের অভাবে।

সরকারিভাবে টিলাকে পাথর কোয়ারি হিসেবে ইজারা দেওয়ার অভিযোগ করেন শাহ সাহেদা। তিনি বলেন, টিলা কাটার কারণে সিলেটের চা-শিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে চা-শ্রমিকদের আয়ও কমে যাচ্ছে। একাধিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তিস্বার্থের প্রাধান্য ও প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে এই টিলা কাটানো থামানো যাচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘প্রতিদিনই টিলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটা রক্ষা করতে পারছি না। টিলায় কৃষিকাজ হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এতে টিলাগুলো সুরক্ষিত থাকে। এতে ভাঙন হয় না। তবে সিলেটে কৃষিকাজের কথা বলে টিলা কাটা হচ্ছে।’

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

১৯ ঘণ্টা আগে

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।

১ দিন আগে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

১ দিন আগে

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

১ দিন আগে