logo
প্রবাসে চাকরি

শেফের চাকরি নিয়ে নেদারল্যান্ডসে মামুন, মাসে বেতন আড়াই লাখ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
শেফের চাকরি নিয়ে নেদারল্যান্ডসে মামুন, মাসে বেতন আড়াই লাখ
মো. মামুন ইকবাল। ছবি: প্রথম আলো

কুমিল্লা সরকারি কলেজ থেকে ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর মো. মামুন ইকবাল তাঁর চাচার মাধ্যমে খোঁজ পান ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের শেফ কোর্সের। শেফ হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন এ প্রতিষ্ঠানে। কোর্স শেষে সহকারী শেফ হিসেবে চাকরি পান সিলেটের পাঁচ তারকা গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। সেখানকার অভিজ্ঞতা দিয়ে নেদারল্যান্ডসের একটি হোটেলে শেফ হিসেবে চাকরি করছেন মামুন ইকবাল। মাসে বেতন পান দুই হাজার ইউরো (দুই লাখ ৫৪ হাজার ৮৮০ টাকা)। আবাসন ও যাতায়াতের খরচও দেয় হোটেল কর্তৃপক্ষ।

খবর প্রথম আলোর।

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নেদারল্যান্ডসের এনএইচ হোটেলের শেফ পদের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করেন মামুন ইকবাল। সিভি যাচাই-বাছাই শেষে হোটেল কর্তৃপক্ষ অনলাইনে ভাইভা নেয়।

মামুন ইকবাল বলেন, আমি কী কী রান্না পারি সেগুলো বিস্তারিত জানতে চায়। শেফ পদে আমার চাকরির ভালো অভিজ্ঞতা থাকায় আইইএলটিএস ছাড়াই আমাকে নিয়োগ দেয়। ২০২২ সালের নভেম্বরে নেদারল্যান্ডসে যাই। প্রথমে দুই বছরের চুক্তি ছিল। এরপর কাজে সন্তুষ্ট হয়ে চুক্তির মেয়াদ বাড়ায় হোটেল কর্তৃপক্ষ।

Md. Mamun Iqbal 2

নেদারল্যান্ডসের এনএইচ হোটেলে শেফ দ্য পার্টি (তৃতীয় প্রধান শেফ) পদে চাকরি করছেন মো. মামুন ইকবাল। তিনি বলেন, রান্নার কাজ শেখাটা শুরুতে সহজ ছিল না। মানিয়ে নিতে কষ্ট হয়েছে। আমার আগে থেকেই রান্নার প্রতি আগ্রহ থাকায় কাজটা ভালোভাবে শিখতে পেরেছি। বিভিন্ন ধরনের নতুন আইটেম রান্না করা শুরু করি। কোর্স করা অবস্থায় ইউটিউবে কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মাস্টার শেফ প্রোগ্রাম দেখতাম, সেগুলো দেখে বিদেশে শেফ হিসেবে চাকরি করার আরও বেশি আগ্রহ তৈরি হয়।

শুধু নেদারল্যান্ডস নয় কাতার ও ক্রোয়েশিয়াতেও শেফ হিসেবে চাকরি করা মামুন ইকবাল বলেন, আমাদের দেশে অনেকে নাকি চাকরি পান না; কিন্তু আমি দেখেছি, কাজ পারলে চাকরির অভাব নেই। শেফের কোর্স করার পর কারও যদি দেশে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি খুব সহজেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক থেকে দেড় লাখ টাকার চাকরি পাবেন। কাতার, আরব আমিরাতে ও সৌদি আরবে শেফদের চাহিদা অনেক। ইউরোপের দেশগুলোতেও শেফের চাহিদা প্রচুর।

Md. Mamun Iqbal 3

মামুনের স্বপ্ন নেদারল্যান্ডসে নিজের মতো করে একটা রেস্টুরেন্ট দেওয়া, যেখানে তিনি তাঁর তৈরি করা প্রিয় সব খাবার গ্রাহকদের জন্য রাখবেন। মামুন ইকবাল বলেন, নেদারল্যান্ডসে স্থায়ী হওয়ার কার্ড পাওয়ার পর আমি নিজে একটি রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা করেছি। এ জন্য ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নিচ্ছি।

নতুন যারা শেফ পদে আসছেন, তাদের উদ্দেশে মামুন বলেন, শেফের কোর্স শেষে ইন্টার্ন করার সময় বাংলাদেশের যেকোনো হোটেলে দুই থেকে তিন বছরের চাকরি করার অভিজ্ঞতা নিয়ে সবার উচিত দেশের বাইরে যাওয়ার চেষ্টা করা। ইউরোপ, আমেরিকা অস্ট্রেলিয়াসহ পৃথিবীর সব দেশেই শেফদের চাহিদা রয়েছে। এভাবে পরিকল্পনা করে কেউ প্রস্তুতি নিলে ৫ থেকে ৬ বছরের মধ্যে যে কেউ শেফ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

সূত্র: প্রধম আলো

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও পড়ুন

আরব আমিরাতে ৪০০ বাংলাদেশি গাড়িচালকের চাকরির সুযোগ

আরব আমিরাতে ৪০০ বাংলাদেশি গাড়িচালকের চাকরির সুযোগ

৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে

২২ দিন আগে

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা যায়।

২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া

২০২৪ সালের মে মাসের মধ্যে বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

০২ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের ব্যাপক প্রতারণার প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

০১ আগস্ট ২০২৫