logo
প্রবাসের খবর

অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ মার্চ ২০২৫
Copied!
অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গ্রেপ্তারদের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে। তারা দুই মাস ধরে অবৈধ সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিলেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড প্রতিটি ২৫ রিঙ্গিতে বিক্রি করতেন। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, এসব সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন দুই হাজার রিঙ্গিত আয় করতেন তারা।

গ্রেপ্তারদের কাছ থেকে চারটি বাংলাদেশি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির ১২১টি সিম কার্ড, আটটি সিম কার্ড খোলার সুঁচ এবং নগদ এক হাজার ৫৫৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, দুজন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্য দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করেছেন।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

১ দিন আগে

সৌদিরা কফি আর আলাপচারিতার মাধ্যমে তাদের ঘরের দরজা খুলে দিচ্ছেন বিশ্বের মানুষের জন্য

সৌদিরা কফি আর আলাপচারিতার মাধ্যমে তাদের ঘরের দরজা খুলে দিচ্ছেন বিশ্বের মানুষের জন্য

সোনালি নকশা করা সাদা আবায়া পরিহিতা ফাতিমা অলিয়ান রিয়াদের সেইসব উদার আতিথ্যদাতাদের একজন, যারা নিজেদের ঘর পর্যটক ও প্রবাসীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই উদ্যোগটি জনপ্রিয় হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম হাইহোমের মাধ্যমে, যা পর্যটকদের সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার সুযোগ দেয়।

১ দিন আগে

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

টেকনিক্যাল সেশনটি অভ্যন্তরীণ পরিবেশগত মানের সঙ্গে সম্পর্কিত আলোক নকশায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করেছে।

২ দিন আগে

সিডনিতে দর্পণ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুর্গাপূজা্

সিডনিতে দর্পণ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুর্গাপূজা্

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশন আয়োজনে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা্।

৪ দিন আগে