logo
বিদেশে উচ্চশিক্ষা

আমেরিকান ইউনিভার্সিটিতে স্কলারশিপ, জেনে নিন খুটিনাটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমেরিকান ইউনিভার্সিটিতে স্কলারশিপ, জেনে নিন খুটিনাটি

বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। ‘আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। প্রতি বছরই এই স্কলারশিপ দিয়ে থাকে তারা।

এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীরা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ, কোগোড স্কুল অব বিজনেস, স্কুল অব কমিউনিকেশন, শিক্ষা বিদ্যালয়, স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিস, প্রফেশনাল স্টাডিজ এবং এক্সিকিউটিভ এডুকেশন, পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এবং ওয়াশিংটন কলেজ অফ ল-তে পড়াশোনা করতে পারবেন।

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবাসন ব্যবস্থা থাকলেও স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইন টিকিট এবং বিবিধ খরচ নিজেকে বহন করতে হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

উচ্চমাধ্যমিকে জিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩.৮ পেতে হবে। নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে। ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

ইংরেজি দক্ষতার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স লেটার ও ব্যক্তিগত বিবৃতি যুক্ত করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

এই আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইননির্ভর। সাধারণত প্রতি বছরের শেষদিকে এই আবেদন করা যায়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৫ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৫ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫