logo
বিদেশে উচ্চশিক্ষা

কম সিজিপিএ নিয়েও থাইল্যান্ডে মিলবে এই স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কম সিজিপিএ নিয়েও থাইল্যান্ডে মিলবে এই স্কলারশিপ

দেশের বাইরে উচ্চশিক্ষায় অনেকেই থাইল্যান্ডকে পছন্দের তালিকায় রাখেন। এই দেশে স্কলারশিপ পাওয়া যায়, এমন তথ্য খুব কম শিক্ষার্থীই জানেন। আপনি জানেন কি? স্নাতকে আপনার সিজিপিএ ৩ এর কম হলেও আপনি পাবেন বিনামূল্যে থাইল্যান্ডে পড়ার সুযোগ।

থাইল্যান্ডের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই)। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে। প্রতিবছর বাংলাদেশিরাও এর আওতায় পড়তে যাচ্ছেন থাইল্যান্ডে।

আগে জেনে নিন সুবিধাগুলো

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একটি মাসিক উপবৃত্তি দেওয়া হবে। যে বৃত্তি টিউশন ফি কভার করবে। এ ছাড়া এ বৃত্তি অন্যান্য একাডেমিক ফিও কভার করবে। আসা–যাওয়ার বিমানের খরচের ব্যবস্থা রয়েছে এতে। আবাসন ব্যবস্থার সুযোগ রয়েছে। থাকছে স্বাস্থ্যবিমার ব্যবস্থাও।

এটি মূলত বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। অ্যাপ্লায়েড বায়োলজিক্যাল সায়েন্সের অধীনে এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল টক্সিকোলজি ও রাসায়নিক বিজ্ঞানে পড়ার সুযোগ পাবেন। ৬ সপ্তাহের রিফ্রেশার কোর্স এবং ২ বছরের মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগের অধীনে রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞানের অধীনে মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে সর্বনিম্ন ২.৭৫ সিজিপিএর স্নাতক ডিগ্রি থাকতে হবে। গবেষণায় অভিজ্ঞতা থাকা লাগবে। প্রার্থীর ইংরেজি ভাষার আইইএলটিএস বা টোয়েফলের সনদ থাকতে হবে।

আবেদনপত্র পূরণ করা, মেডিকেল রিপোর্ট, একাডেমিক প্রতিলিপি, ৩টি রিকমেন্ডেশন লেটার, বিবৃতি ছাড়াও প্রয়োজনীয় যেকোনো তথ্য দিতে হবে আবেদনের সময়। ৩০ বছরের বেশি বয়সীরা আবেদন করতে পারবেন না।

কখন কীভাবে আবেদন করবেন

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে (সিজিআই) প্রতি বছরই স্কলারশিপের আবেদন করা যায়। বছরের মাঝামাঝি সময়ে এই আবেদন শুরু হয়। শেষ হয় সেপ্টেম্বর নাগাদ। আবেদন ফর্মটি পূরণ করে নথিগুলো জমা দিতে হবে। ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রের স্ক্যান ফাইল এবং সমস্ত প্রয়োজনীয় নথি ইমেইলে পাঠাতে হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

আগামী বছর (২০২৬) বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজারে উন্নীত করবে অস্ট্রেলিয়া। এতে অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে।

১ দিন আগে

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৯ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৮ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩ দিন আগে