logo
বিদেশে উচ্চশিক্ষা

লন্ডনের ইমপেরিয়াল কলেজে বিনা খরচে পড়ার সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
লন্ডনের ইমপেরিয়াল কলেজে বিনা খরচে পড়ার সুযোগ

বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডন। গবেষণাসহ বিভিন্ন বিষয়ে এখানে উচ্চশিক্ষায় রয়েছে দারুণ সব সুবিধা। প্রতি বছর প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপের আওতায় এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে বিদেশি শিক্ষার্থীদের। এ জন্য দেওয়া হয় স্কলারশিপও।

যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী প্রতিভাবান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

সাড়ে তিন বছর নানা সুবিধা পাবেন। এই সময় চলবে পিএইচডির প্রোগ্রাম। টিউশন ফির জন্য সম্পূর্ণ তহবিল থাকছে। ফলে শিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না। নিজস্ব খরচের জন্য প্রতি বছর ২৫ হাজার ১৫০ পাউন্ড করে উপবৃত্তি দেওয়া হবে।

এর বাইরে পড়াশোনা খাতে ৩ বছরের জন্য বার্ষিক ২ হাজার পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে। এর আওতায় গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকছে। এ ছাড়া ইমপেরিয়াল কলেজে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাগুলোও মিলবে। পাশাপাশি পেশাদার দক্ষতা কোর্সের সুযোগও থাকবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ভালো ফলাফল থাকতে হবে। এই স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন যাঁরা স্নাতকোত্তর স্তরে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু স্নাতক ডিগ্রিতে ভালো ফল অর্জন করতে পারেননি।

যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী প্রতিভাবান প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। জাতীয়তার ওপর কোনো বিধিনিষেধ নেই। তবে কয়েকটি বিভাগে বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারেন না। এ ছাড়া আপনাকে অবশ্যই পছন্দের বিভাগে উল্লেখ করা অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

এই স্কলারশিপের জন্য আলাদা করে আবেদন ফরম নেই। অনলাইন ভর্তি পদ্ধতির মাধ্যমে ইমপেরিয়াল কলেজে অধ্যয়নের জন্য ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। এরপর ভর্তি করা বিভাগ আপনাকে একাডেমিক যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে বৃত্তির জন্য প্রসেসিং করবে। ভর্তি প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কিছু নির্দেশ মানতে হবে।

বছরের বিভিন্ন সময় বিভিন্ন কোর্সের জন্য আবেদন আহ্বান করে ইমপেরিয়াল কলেজ। তবে বেশিরভাগ সময় আবেদন চাওয়া হয় বছরের শেষদিকে। এখানেও অবশ্য দুই সিজন রয়েছে।

কলেজের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপের আওতায় কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ দিচ্ছে অন্টারিও প্রদেশের ইউনিভার্সিটি অব গুয়েলফ। বাংলদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি ৪২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার পাবেন।

৪ দিন আগে

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাবেন।

৪ দিন আগে

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

৯ দিন আগে

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে উহান বিশ্ববিদ্যালয়।

১০ দিন আগে