logo
বিদেশে উচ্চশিক্ষা

স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার, থাকছে যে সুবিধা

বিশ্বের প্রায় ১৮০ দেশের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বৃত্তি দেয় সুইজারল্যান্ড। ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ নামে সুইজারল্যান্ড সরকারের এ বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদেরও। এর আওতায় রিসার্চ ফেলোশিপ, পিএইচডি স্কলারশিপ ও পোস্ট ডক্টরাল স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড।

আগে জেনে নিন সুবিধাগুলো

প্রতিটি শিক্ষার্থীকে আংশিক টিউশন ফি প্রদান করা হয়। মাসে মাসে ভাতা ও স্বাস্থ্যবিমা তো থাকছেই। এ ছাড়া যাতায়াতের জন্য বিমানভাড়া দেওয়া হয় তহবিল থেকে। আবাসন-ভাতা সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আর এই সবকিছু দেওয়া হয় এই স্কলারশিপের আওতায়। দেশটির কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে একাডেমিক ভালো ফল। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সাধারণ ও নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য নিজ দেশের নির্দিষ্ট করে দেওয়া শিটগুলো ওয়েবসাইটে দেখতে হবে। বিশেষ কমিটির মাধ্যমে বেছে নেওয়া হয় শিক্ষার্থীদের।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদন করা যায় অনলাইনে। প্রতি বছর সেপ্টেম্বরে আবেদনের সুযোগ দেয় সুইস সরকার। তবে. কখনো এই সময়ের তারতম্য হতে পারে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

১৮ দিন আগে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।

২০ দিন আগে

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চদক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

১৩ আগস্ট ২০২৫