logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আইইএলটিএস ছাড়াই বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় ২০২৩ সাল থেকে দারুণ সুযোগ করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ড এসজিএসএএইচ আর্থ স্কলারশিপের’ আওতায় বিনা খরচে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন যুক্তরাজ্যে। তাতে লাগবে না ইংরেজি দক্ষতার প্রচলিত আইইএলটিএসের কোনো সনদ। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ও এসজিএসএএইচের (স্কটিশ গ্র্যাজুয়েট স্কুল ফর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস) তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি।

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপ দেওয়া হয় মূলত পিএইচডি করতে চাওয়া সদ্য ক্যারিয়ারে পদার্পণ করা গবেষকদের। পরিবেশগত শিল্প ও মানবিক বিষয়ে গবেষণা করা এবং কীভাবে এই ক্ষেত্রগুলো অন্যান্য শাখার সঙ্গে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে গবেষণাই এর উদ্দেশ্য। প্রতি বছর ৭ থেকে ৯ জন গবেষককে এই স্কলারশিপের জন্য অর্থায়ন করা হয়।

শতভাগ স্কলারশিপ, জীবিকা নির্বাহের খরচ, ভ্রমণ ব্যয়, বাসস্থানের খরচ, পরিবেশগত শিল্পকলা ও মানবিক শাস্ত্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য গবেষণা অর্থায়ন, স্কটল্যান্ডের শীর্ষস্থানীয় একাডেমিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরামর্শ গ্রহণের সুযোগ, স্টেমের (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিকস) বিভিন্ন শাখায় আন্তর্বিভাগীয় গবেষণায় অংশগ্রহণ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকছে এর আওতায়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদন করতে হলে অবশ্যই স্নাতকোত্তরে উত্তীর্ণ হতে হবে। ভালো ফলাফল হলে এগিয়ে থাকবেন সবার চেয়ে। এ ছাড়া কোনো গবেষণা নিয়ে কাজে যুক্তও থাকা লাগবে। আবেদনের বিষয় সংক্রান্ত গবেষণা প্রস্তাবনা (সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে), সিভি, পিএইচডি তত্ত্বাবধায়কের অনুমোদনপত্র, স্কটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার সনদ, পিএইচডি ডিগ্রির প্রমাণপত্র থাকতে হবে।

শিল্পকলা ও মানবিক শাস্ত্রে পিএইচডি গবেষক হিসেবে নিবন্ধিত হতে হবে ও যুক্তরাজ্যের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। পিএইচডি গবেষকেরা তত্ত্বাবধায়কের অনুমোদন সাপেক্ষে যেকোনো পর্যায়ে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি যুক্তরাজ্যের বাইরের সবার জন্য উন্মুক্ত।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদনপত্র জমা দিতে প্রথমে একজন একাডেমিক পরামর্শদাতা ও একটি হোস্ট প্রতিষ্ঠান বাছাই করতে হবে। পরামর্শদাতা প্রস্তাবের বিষয়ে আলোচনার পর সুযোগ দিতে আগ্রহী হলে তাদের হোস্ট প্রতিষ্ঠান আপনাকে অনুমোদন করে। তবেই আপনি স্কলারশিপের যোগ্য বলে বিবেচিত হবেন।

সাধারণত প্রতি বছরের আগস্টে শুরু হয় আবেদন কার্যক্রম। শেষ হয় নভেম্বরে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৫ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৫ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫