logo
বিদেশে উচ্চশিক্ষা

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৫
Copied!
ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ
ছবি: ইউনিভার্সিটি অব মিলানের ফেসবুক পেজ

ইউরোপের দেশ ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপ

এই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।

যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে

ইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—

স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস

মেডিসিন অনুষদ

ভেটেরিনারি মেডিসিন অনুষদ

সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ

আইন অনুষদ

স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন

হিউম্যানিটিজ অনুষদ

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ

ইঞ্জিনিয়ারিং

কম্পিউটারবিজ্ঞান

ফার্মেসি অনুষদ

কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ

আবেদনে যোগ্যতার শর্তাবলি

*ইতালি ও আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়েই আবেদন করতে পারবেন। নিচের ডিগ্রি প্রোগ্রামগুলোয় ভর্তির সুযোগ থাকবে—

*স্নাতক ডিগ্রি (তিন বছর মেয়াদি, প্রথম স্তর)

*সিঙ্গেল–সাইকেল মাস্টার্স ডিগ্রি (৫ বা ৬ বছর মেয়াদি, প্রথম ও দ্বিতীয় স্তর একত্র)

*সাধারণ মাস্টার্স ডিগ্রি (২ বছর মেয়াদি, দ্বিতীয় স্তর)

*পোস্টগ্র্যাজুয়েট স্কুল (যেসব মেডিকেল শিক্ষার্থীর বিশেষায়িত প্রশিক্ষণ চুক্তি আছে, তাদের জন্য নয়)

*ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম (যারা এরই মধ্যে অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তারা যোগ্য নন)

অতিরিক্ত শর্তাবলি

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অগ্রগতি থাকতে হবে।

নতুন ভর্তি হওয়া স্নাতক ও সিঙ্গেল–সাইকেল মাস্টার্স শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে।

শিক্ষার্থীরা পার্ট টাইম কোর্সে ভর্তি থাকতে পারবেন না এবং আগে সম্পন্ন করা একই স্তরের প্রোগ্রামে আবার ভর্তি হতে পারবেন না।

যারা অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন, তবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

স্কলারশিপে যেসব সুবিধা থাকবে

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে—

আবাসন–সুবিধা, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় থাকার ব্যবস্থা পান।

বিনা মূল্যে খাবারের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে।

প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা, যা বছরে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত প্রদান করা হবে।

ভ্রমণের ব্যয়। ইউরোপের ভেতরে সর্বোচ্চ ১০০ ইউরো এবং ইউরোপের বাইরে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত মিলবে।

আবেদনের প্রক্রিয়া

ডিএসইউ স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রক্রিয়াটি হবে এমন—

১. ২০২৫ সালের আবেদন আহ্বান প্রকাশিত হলে বেনিফিটস সার্ভিস ডেস্কে প্রবেশ করতে হবে।

২. নিজের পছন্দের প্রোগ্রাম নির্বাচন করতে হবে—স্নাতক, সিঙ্গেল–সাইকেল মাস্টার্স, সাধারণ মাস্টার্স, পোস্টগ্র্যাজুয়েট স্কুল বা ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম।

৩. সব যোগ্যতার শর্তাবলি যাচাই করে নিতে হবে।

৪. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. ফরমে ডিএসইউ স্কলারশিপের প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে।

৬. আবেদন জমা দেওয়ার পর অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন স্ট্যাটাস নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

আবেদন করার শেষ তারিখ

৩০ সেপ্টেম্বর ২০২৫।

আবেদনের বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন

opportunitiescircle.com/university-of-milan-dsu-scholarship-in-italy/?utm_source=larapush&utm_medium=notification&utm_campaign=682

আরও দেখুন

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপের আওতায় কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ দিচ্ছে অন্টারিও প্রদেশের ইউনিভার্সিটি অব গুয়েলফ। বাংলদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি ৪২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার পাবেন।

৩ দিন আগে

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

৮ দিন আগে

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে উহান বিশ্ববিদ্যালয়।

৯ দিন আগে