logo
বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে গুগল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে গুগল

আপনি কি গুগল ইন্টার্নশিপ করতে আগ্রহী? প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্ন হওয়ার সুযোগ দেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গুগল বোল্ড নামের এই ইন্টার্নশিপ বিল্ডিং অপারচুনিটিস ফর লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) নামে পরিচিত। নন-টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। যে কোনো ব্যাকগ্রাউন্ড, জাতি, ধর্ম, লিঙ্গের যেকেউ আবেদন করতে পারবেন।

এর আওতায় শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর মধ্যে একটির সাথে কাজ করার সুযোগ পাবেন। এটি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ও ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।

আগে জেনে নিন সুবিধাগুলো

মোট ১২ সপ্তাহের জন্য ইন্টার্নশিপ দেওয়া হয়ে থাকে। এটি সব ইন্টার্নদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। স্বাস্থ্যবীমা, বেতনসহ বেশকিছু আলাদা সুবিধা দেয় গুগল। প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মীরা যা সুবিধা পান মোটামুটি সবই মেলে। এটি নন-টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্নাতক ছাত্রদের জন্য সেরা ইন্টার্নশিপগুলোর একটি।

এ ছাড়া গুগল শেখা ও বিকাশের জন্য বিভিন্ন সুযোগ প্রদান করে। এটি মেন্টরশিপ ও প্রশিক্ষণের সুযোগ দেয়, যেখানে প্রার্থীদের গুগলে পূর্ণকালীন চাকরির জন্য বিবেচনা করার সুযোগ থাকবে। এই বোল্ড ইন্টার্নশিপ স্নাতক ছাত্রদের জন্য একটি অনন্য সুযোগ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক স্থানে থাকার সুযোগ দেবে। এর আওতায় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

মার্কেটিং, সেলস, ফিন্যান্স ও প্রোগ্রাম ম্যানেজমেন্টে কাজ করতে হবে। যোগ্য হওয়ার জন্য একটি পূর্ণ-সময়ের ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নরত থাকতে হবে। বোল্ড ইন্টার্নদের ইন্টার্নশিপের পরে তাদের ফুল-টাইম পড়াশোনায় ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য অনুমোদিত হওয়া উচিত। ১২ সপ্তাহ পুরোটা দেওয়ার মতো সময় রাখতে হবে।

ইংরেজি ভাষায় কাজ করতে হবে। এ কারণে ভালোভাবে ইংরেজি লেখা ও বলার যোগ্যতা থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত বছরের দুইটি শিফটের জন্য গুগল এই আহ্বান করে থাকে। এর মধ্যে একটি হলো গ্রীষ্মকালীন, আরেকটি হলো শীতকালীন। গ্রীষ্মকালীন আবেদনের সময় থাকে বছরের শেষদিকে। আর শীতকালীন আবেদন করতে হয় শুরুতে। ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুনএখানে

আরও পড়ুন

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

১৮ দিন আগে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।

২০ দিন আগে

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চদক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

১৩ আগস্ট ২০২৫