logo
বিদেশে উচ্চশিক্ষা

জেনেভা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, লাগবে যে যোগ্যতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
জেনেভা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, লাগবে যে যোগ্যতা

প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেরই বেশ পছন্দের দেশ সুইজারল্যান্ড। প্রতি বছরই বিদেশিদের একটি বড় অংশ যান সুইজারল্যান্ডে অধ্যয়ন করতে। এর মধ্যে স্কলারশিপ নিয়েও যান অনেকে। বাংলাদেশ থেকেও এই সুবিধা রয়েছে। বিনা খরচে আপনিও উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি পাবেন বিভিন্ন সুবিধা।

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্য সব দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বিওকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিকাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

এক্সিলেন্স মাস্টার ফেলোশিপের আওতায় শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এগুলো হলো: প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে, একাডেমিক ভালো ফল থাকতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং নতুন আবেদনকারী হতে হবে।

জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পাতা)। একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট। মোটিভেশন লেটার। দুজন অধ্যাপকের রেফারেন্সের চিঠি। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (জিআরই, আইএলটিএস বা টোয়েফল স্কোর)।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করা যাবে। সাধারণত বছরের প্রথম ও মাঝামাঝিতে এখানে আবেদনের সময় শুরু হয়। স্কলারশিপে আবেদন করবার জন্য ইউনিভার্সিটিকে কোনো আলাদা ফি প্রদান করতে হবে না।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৪ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৪ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৮ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫