logo
বিদেশে উচ্চশিক্ষা

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ ডিসেম্বর ২০২৪
Copied!
৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

বাংলাদেশি ৩০০ শিক্ষার্থীকে বৃত্তির সুয়োগ দিচ্ছে পাকিস্তান। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়নে এই বৃত্তি প্রদানের প্রস্তাব দিয়েছে তারা। বাংলাদেশের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের এ বৃত্তি দিতে চায় দেশটি।

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

পাকিস্তানের শিক্ষাসচিব মহিউদ্দীন আহমদ ওয়ানির সভাপতিত্বে বৈঠকে উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী পরিচালক অধ্যাপক জিয়াউল কাইয়ুম, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনের একজন প্রতিনিধি, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকৌশল, মৌলিক ও প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসা ও স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, মানবিক ও কলা শাখা, স্থাপত্য, চারুকলা, ব্যবসায় শিক্ষা, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষিবিজ্ঞান, মিডিয়া ও গণযোগাযোগ এবং ভাষা অধ্যয়নের মতো বিষয়ে শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে।

বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (NUST), কমস্যাটস ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (NUML), লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS), আগা খান ইউনিভার্সিটি, করাচি, গুলাম ইসহাক খান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, লাহোর ইউনিভার্সিটি ও সুপিরিয়র ইউনিভার্সিটি।

এই উদ্যোগ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন দিগন্তে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বৃত্তি প্রদান প্রক্রিয়া কীভাবে কার্যকর হয় এবং বাংলাদেশি শিক্ষার্থীরা এর থেকে কতটা উপকৃত হয়।

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৫ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৫ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫