logo
বিদেশে উচ্চশিক্ষা

শ্যানডং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪
Copied!
শ্যানডং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন আজই

এশিয়ার অন্যতম পরাশক্তি চীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সবদিক থেকেই বিশ্বে অনুকরণীয় হয়ে উঠছে। চীনা শিক্ষাব্যবস্থা এর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন অবাধ সুযোগ দিচ্ছে। বর্তমানে চীনে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। চীনের বিশ্ববিদ্যালয়গুলোও নানা স্কলারশিপ দিয়ে থাকে।

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

প্রতিবছর ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ নন-চাইনিজ সকল শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৬ ফেব্রুয়ারি

আগে জেনে নিন সুবিধাগুলো

শ্যানডং ইউনিভার্সিটি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের অধ্যয়নের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও একটি মাসিক উপবৃত্তি হিসেবে ১ হাজার চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। ডরমেটরিতে থাকার ব্যবস্থা রয়েছে। থাকছে স্বাস্থ্যবীমা।

শিক্ষার্থীরা ইংরেজি বা চাইনিজ ভাষায় তাদের পড়াশোনা করতে পারবেন। শিক্ষার্থীরা অর্থনীতি, বিদেশি ভাষা এবং সাহিত্য, যন্ত্র প্রকৌশল, নিয়ন্ত্রণ বিজ্ঞান এবং প্রকৌশল, ব্যবস্থাপনা, বেসিক মেডিকেল সায়েন্স এবং নার্সিং নিয়ে স্নাতক করতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইংরেজি দক্ষতা সনদ অথবা চাইনিজ ভাষা দক্ষতা স্কোর প্রদর্শন করতে হবে। নন-চাইনিজ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। মাস্টার্সে ৩৫ ও পিএইডিতে ৪০ বছর হতে হবে। আবেদনকারীদের অবশ্যই একটি চমৎকার একাডেমিক কর্মক্ষমতা এবং শক্তিশালী বৈজ্ঞানিক গবেষণা দক্ষতা থাকতে হবে।

এ স্কলারশিপ পাওয়ার সময়কালে চীনা সরকার কর্তৃক অর্থায়নকৃত অন্য কোন বৃত্তি প্রদান করা যাবে না। ইংরেজি প্রোগ্রামের জন্য আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে। চাইনিজ প্রোগ্রামের জন্য চাইনিজ ভাষা দক্ষতা ‘এইচএসকে-৪’ পরীক্ষায় ন্যূনতম ২১০ স্কোর তুলতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পোর্টালে যেতে হবে। সাধারণত প্রতি বছরের শেষ ও শুরুর দিকে আবেদন আহ্বান করা হয়।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ সময়ের দুই সপ্তাহ আগে আবেদন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

৫ দিন আগে

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

১৫ দিন আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫