logo
সুপ্রবাস

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৪
Copied!
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়েছে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলাবাসীদের সংগঠন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা এ দাবি করেন।

বক্তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু করা, ভাড়া বৈষম্য দূরীকরণসহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন, প্রবাসীদের আর কত প্রতিশ্রুতি দেবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এবার শুধু কথা নয়, বাস্তবায়ন করে দেখান।

তারা বলেন, দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কায়েম করতে হবে। সব ধরনের দুর্নীতি ও সন্ত্রাস রোধে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনৈতিক অপসংস্কৃতি দূর করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেইছ।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর শাহগীর বখত ফারুক।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আহবাব মিয়া, কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন, ব্যারিস্টার রফিক আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, সিলেট ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলী, মজির উদ্দীন, অ্যাডভোকেট আমীর উদ্দীন, এম এ আজিজ,আবদুল মালিক কুটি, প্রফেসর ওমর ফারুক, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, রেদোয়ান খান, আব্দুর রব, আবুল মনসুর রুমেল, মিজানুর রহমান হিরু, জুলহাস চৌধুরী, মাওলানা আবদুল ওয়াদুদ মুফতি, মাছুম তালুকদার, ফারুক আহমদ, জিলু আহমদ, আবদুল বাছিত শেলু, নজির উদ্দীন, দিলবর আলী, আবুল কাসেম আলীম, আমীর হোসেন, তফজ্জুল আলী, আবুল হোসেন, মকবুল আহমদ, ছৈল মিয়া, আব্দুস সোবহান ও মিলন আহমদ প্রমুখ।

আরও পড়ুন

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের পেশাদার সাংবাদি‌ক‌দের প্রতিনি‌ধিত্বশীল সংগঠন ‘ইউকে–বাংলা প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

২ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

২ দিন আগে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৩ দিন আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

৩ দিন আগে