বিডিজেন ডেস্ক
সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠকে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের জন্য আহ্বান জানান। উপদেষ্টা ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওয়ার্ক ভিসা প্রদানের আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না, তা যাচাই করা, সৌদি আরবে আগমনের আগে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম, সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।
তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তাঁর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন।
উপদেষ্টা জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন।
তিনি নারী গৃহকর্মীদের সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামের ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণ প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আশ্বস্ত করেন, নারী গৃহকর্মীরা সৌদি ভিসা পাওয়ার আগেই এক মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং ভিসা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের সৌদি আরবে পাঠানো হবে। সৌদি শ্রমবিষয়ক ভাইস মিনিস্টার বাংলাদেশের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
প্রবাসী উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ ছাড়া, সর্বশেষ ফরেন অফিস কনসালটেশনসের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে অবৈধ শ্রমিক সমস্যা সমাধান এবং কর্মী নিয়োগসংক্রান্ত অনিয়ম দূর করতে ইতিমধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স ও ওয়ার্কিং টিম আলাপ–আলোচনার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
উপদেষ্টা আসিফ নজরুল রোববার (৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন। তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা ও অনাগ্রহকে এবং তা আইন বাস্তবায়নে দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
সম্মেলনে উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্য কর্মকর্তারা অংশ নেন।
আসিফ নজরুল ৩০ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত ১৫তম যৌথ কমিশন এবং ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে অবহিত করেন এবং সৌদি মন্ত্রীকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সঙ্গে অপর এক সাইডলাইন বৈঠকে জর্ডানে নারী কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে আরও বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান উপদেষ্টা।
এ ছাড়া, উপদেষ্টা আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠকে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের জন্য আহ্বান জানান। উপদেষ্টা ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওয়ার্ক ভিসা প্রদানের আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না, তা যাচাই করা, সৌদি আরবে আগমনের আগে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম, সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।
তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তাঁর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন।
উপদেষ্টা জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন।
তিনি নারী গৃহকর্মীদের সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামের ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণ প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আশ্বস্ত করেন, নারী গৃহকর্মীরা সৌদি ভিসা পাওয়ার আগেই এক মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং ভিসা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের সৌদি আরবে পাঠানো হবে। সৌদি শ্রমবিষয়ক ভাইস মিনিস্টার বাংলাদেশের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
প্রবাসী উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ ছাড়া, সর্বশেষ ফরেন অফিস কনসালটেশনসের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে অবৈধ শ্রমিক সমস্যা সমাধান এবং কর্মী নিয়োগসংক্রান্ত অনিয়ম দূর করতে ইতিমধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স ও ওয়ার্কিং টিম আলাপ–আলোচনার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
উপদেষ্টা আসিফ নজরুল রোববার (৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন। তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা ও অনাগ্রহকে এবং তা আইন বাস্তবায়নে দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
সম্মেলনে উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্য কর্মকর্তারা অংশ নেন।
আসিফ নজরুল ৩০ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত ১৫তম যৌথ কমিশন এবং ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে অবহিত করেন এবং সৌদি মন্ত্রীকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সঙ্গে অপর এক সাইডলাইন বৈঠকে জর্ডানে নারী কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে আরও বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান উপদেষ্টা।
এ ছাড়া, উপদেষ্টা আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।