বিডিজেন ডেস্ক
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।
রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।
রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।