
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।