logo
সুপ্রবাস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এ বছরও ওমানের মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মাস্কাটের মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।

সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সহসভাপতি রেজাউল করিম সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিন।

উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আজিমুল হক বাবুল সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত, জসিম, কোষাধক্ষ্য মুক্তার, মানিক।

টুর্নামেন্টে এ বছর ১৬টি দল অংশ নিয়েছে। টানটান উত্তেজনা, উৎসাহ–উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী দিনে চারটি দল দুটি ম্যাচে অংশগ্রহণ করে।

একটি ম্যাচে হামেরিয়া একাদশ ও ওয়াদি কবির এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে দুই দল একটি করে গোল করে। দ্বিতীয় ম্যাচে বারকা এফসি ও আল খুওয়াইর এফএফসি অংশগ্রহণ করে। এই ম্যাচের ফলাফল বারকা এফসি ৩, খুওয়াইর এফএফসি ০।

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে