logo
সুপ্রবাস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এ বছরও ওমানের মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মাস্কাটের মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।

সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সহসভাপতি রেজাউল করিম সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিন।

উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আজিমুল হক বাবুল সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত, জসিম, কোষাধক্ষ্য মুক্তার, মানিক।

টুর্নামেন্টে এ বছর ১৬টি দল অংশ নিয়েছে। টানটান উত্তেজনা, উৎসাহ–উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী দিনে চারটি দল দুটি ম্যাচে অংশগ্রহণ করে।

একটি ম্যাচে হামেরিয়া একাদশ ও ওয়াদি কবির এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে দুই দল একটি করে গোল করে। দ্বিতীয় ম্যাচে বারকা এফসি ও আল খুওয়াইর এফএফসি অংশগ্রহণ করে। এই ম্যাচের ফলাফল বারকা এফসি ৩, খুওয়াইর এফএফসি ০।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৭ দিন আগে