logo
সুপ্রবাস

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে নেওয়া প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

Picture

পরে রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর নির্মিত ২টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Picture 3

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বায়ান্নোর মহান ভাষা আন্দোলনে প্রাণোৎসর্গকারী শহীদ আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ সব ভাষা শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলা ভাষা এবং বাংলাদেশের আবহমানকালের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে প্রবাসীদের, বিশেষত তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

Picture 2

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্পেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গৌরবময় বৈপ্লবিক গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৪ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে