logo
সুপ্রবাস

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে নেওয়া প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

Picture

পরে রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর নির্মিত ২টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Picture 3

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বায়ান্নোর মহান ভাষা আন্দোলনে প্রাণোৎসর্গকারী শহীদ আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ সব ভাষা শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলা ভাষা এবং বাংলাদেশের আবহমানকালের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে প্রবাসীদের, বিশেষত তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

Picture 2

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্পেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গৌরবময় বৈপ্লবিক গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৪ ঘণ্টা আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

১৬ ঘণ্টা আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১৭ ঘণ্টা আগে

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৭ ঘণ্টা আগে