logo
সুপ্রবাস

অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৪–২৮ আগস্ট

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা২০ জুন ২০২৫
Copied!
অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৪–২৮ আগস্ট
টরেন্টো ফিল্ম ফোরামের সদস্যদের উৎসবের সুদৃশ্য ফোল্ডার উন্মোচন

কানাডায় বসবাসকারী বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের একটি অন্যতম প্ল্যাটফর্ম ‘টরন্টো ফিল্ম ফোরাম’। সংগঠনটি ২০১৪ সালে টরন্টোতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য যেকোনো ভাষা, রীতি ও ধারার স্বাধীন শৈল্পিক চলচ্চিত্র প্রদর্শন ও প্রচার করা।

প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে টরন্টো ফিল্ম ফোরাম প্রতি মাসে কানাডার বিভিন্ন কমিউনিটি ও সম্প্রদায়ের মানুষের সাংষ্কৃতিক চিন্তা–চেতনার সমৃদ্ধি বিকাশের নিরিখে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। সংগঠনটির মাসিক চলচ্চিত্র প্রদর্শন দর্শকদের বিনোদন ও জ্ঞানের বিস্তৃতির জন্য নিঃসন্দেহে এক দুর্দান্ত ভূমিকা পালন করে।

Untitled design

টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা বিশ্বাস করেন, সাংষ্কৃতিকভাবে সুন্দর একটি ভারসাম্যময় সহাবস্থানসহ একটি বহুসংস্কৃতি (multicultural) নির্ভর পরিবেশ সবার জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে পারে। চলচ্চিত্র প্রদর্শনী অন্যদের চিন্তাভাবনা, জীবনযাত্রা এবং সৌন্দর্য রীতি–নীতিকে জানার একটি নুতন দিগন্তকেও উন্মুক্ততা দেয়।

টরন্টো ফিল্ম ফোরাম বহুসংস্কৃতির চিন্তা–চেতনার সৌন্দর্য তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বহুসংস্কৃতির এক চলচ্চিত্র উৎসব (টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫) আয়োজন করেছে। এটি ফোরামের অষ্টম আয়োজন।

টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০২৫) টরন্টোর সিনেপ্লেক্স ওডিয়ন (এগলিন্টন টাউন সেন্টার, ২২ লেবোভিক অ্যাভিনিউ, স্কারবোরো) এবং মাল্টিকালাচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরামের প্রথম চলচ্চিত্র উৎসব ২০১৭ সালের ১ জুলাই কানাডার জন্মের ১৫০তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে