logo
সুপ্রবাস

মরিশাসে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জানুয়ারি ২০২৫
Copied!
মরিশাসে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
হাইকমিশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে‘প্রশংসা সনদ’ দেওয়া হয়। ছবি: বাংলাদেশ হাইকমিশন, মরিশাস

মরিশাস প্রজাতন্ত্রের পোর্ট লুইসে ‘এসো দেশ বদলাই,  এসো পৃথিবী  বদলাই’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্‌যাপিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

রোববার ( ২৬ জানুয়ারি) মরিশাস প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সার্বিক সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম। তিনি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মরিশাসের স্বাস্থ্যসেবা বিভাগের  মহাপরিচালক ড. এ দিনাসিং উপস্থিত ছিলেন।

হাইকমিশনার জকি আহাদ প্রথমেই জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও বেঁচে থাকা সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন,  রক্তের কোনো বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। তিনি আরও বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।

মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই মানবিক কর্মসূচির প্রশংসা করে বলেন, এ পর্যন্ত আর কোনো দূতাবাস/ হাইকমিশন এ ধরনের কোন অনুষ্ঠান আয়োজন করেনি।

কর্মসূচিতে উল্লেখসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় স্বতঃস্ফুর্তভাবে রক্তদান করেন। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মরিশাসস্থ বাংলাদেশ  হাইকমিশনে এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ এবং রক্তদান করেন। হাইকমিশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে একটি করে ‘প্রশংসা সনদ’ প্রদান করা হয়। অনুষ্ঠানটি মরিশাসের টেলিভিশন ও রেডিও (সরাসরি সম্প্রচার) সহ সকল গণমাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৭ দিন আগে