logo
সুপ্রবাস

রোমে চাঁদপুর জেলা সমিতির মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
রোমে চাঁদপুর জেলা সমিতির মিলনমেলা
ছবি: সংগৃহীত

ইলিশের বাড়ি চাঁদপুর স্লোগানে ইতালির রাজধানী রোম ও আশপাশ শহরে বসবাসরত চাঁদপুরবাসীদের অংশগ্রহণে বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চাঁদপুর জেলা সমিতি ইতালির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা আনন্দ উচ্ছ্বাসে রোমের একটি পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আয়োজনে হাঁড়ি ভাঙা খেলায় শিশু-কিশোর ও নারীপুরুষ সবার অংশগ্রহণে বিনোদনের কমতি ছিল না।

অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে।

এ আয়োজন সম্পর্কে চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাছির উদ্দীন মানিক বলেন, সুন্দর মনোরম গতানুগতিকের বাইরে ভিন্ন একটি পরিবেশে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসে ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি সবাইকে বিনোদনে মাতিয়ে রাখতে। বিশ্বাস করি সবার ভালো লাগবে। আগামীতে আরও বড় পরিসরে করতে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে উপস্থিতিদের ধন্যবাদ জানাই।

সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন বলেন, চমৎকার একটি মিলনমেলা হয়েছে। প্রবাসে ব্যস্ততার মাঝে এ ধরনের অনুষ্ঠানে দেশের সংস্কৃতি প্রবাসে চর্চার বিশেষ একটি সুযোগ যা স্থানীয়দের মাঝে তুলে ধরা হয়।

সহসভাপতি খাজা আহমেদ বলেন, এটা আমাদের বাৎসরিক মিলনমেলা। প্রতি বছর এ ধরনের আয়োজন আমরা করে থাকি। তবে এবারের অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিন্নভাবে করা হয়েছে। সম্পূর্ণ আলাদা ইতালিয়ান পরিবেশ। এর আগে এরকম আয়োজন তেমন করা হয়নি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, চাঁদপুর জেলা সমিতির এবারের আয়োজনে মিলনমেলা খুবই উপভোগ করার মতো। বিশেষ করে আমরা যারা পরিবার নিয়ে প্রবাসের মাটিতে বসবাস করি, তাদের জন্য আজকের দিনটি বহুমাত্রিক আনন্দের দিন। যারা মিলনমেলায় উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ।

সদস্য মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, যারা মিলনমেলায় উপস্থিত হয়েছেন আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চেয়েছিলাম সুন্দর একটি পরিবেশে, শৃঙ্খলা বজায় রেখে এ অনুষ্ঠান করতে। যদি কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকে তবে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। ভবিষ্যতে এ ভুলগুলো সামনে রেখে সংশোধন আনার চেষ্টা করব। আমরা আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমিতির উপদেষ্টা আলী আযম, সহসভাপতি জসিম উদ্দিন শিপলু, খায়রুল ইসলাম, সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিক্রম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জনি, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা সম্পাদিকা ফারহানা মাহমুদা এবং মোহছেনা ইসলাম কনা প্রমুখ।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

৫ ঘণ্টা আগে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

১ দিন আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

১ দিন আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১ দিন আগে