logo
সুপ্রবাস

মন্ট্রিয়েলে উদীচীর ‘দ্রোহের গান আর কবিতা’

গোপেন দেব, মন্ট্রিয়েল, কানাডা২৪ ডিসেম্বর ২০২৪
Copied!
মন্ট্রিয়েলে উদীচীর ‘দ্রোহের গান আর কবিতা’
দ্রোহের গান ও কবিতা’ অনুষ্ঠানে গান ও নৃত‍্য। ছবি: গোপেন দেব

অমানিশার অন্ধকারমুক্ত একটি বৈষম‍্যহীন, নিরাপদ, অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে উদীচী, মন্ট্রিয়েল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

১৫ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক‍্যাফে রয়াল রেস্টুরেন্টে ‘দ্রোহের গান ও কবিতা’ শীর্ষক এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ‍্যক শিল্পী অংশ নেন। গান, নৃত‍্য, আবৃত্তি—প্রতিটি পর্বই ছিল শোষণ–বঞ্চনার বিরুদ্ধে বাঙালির এখনো ‘অধরা’ মুক্তির সংগ্রামের বজ্র–উচ্চারণ।

শিল্পী শর্মিলা ধরের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতোই একটি সাবলীল সুন্দর অনুষ্ঠান পরিবেশন করে উদীচী।

… এ লড়াই মহাকালের খুলবে দুয়ার/ এ লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার/ এ লড়াই বাঁচার লড়াই/ এ লড়াই জিততে হবে/ এ লড়াই মরণজয়ী করতে হবে রে …’ কিংবা ‘মা গো ভাবনা কেন/ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে/ তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি/ তোমার ভয় নেই মা/ আমরা প্রতিবাদ করতে জানি…’—এ রকম গণজাগরণী, আত্মপ্রত্যয়ী অনেকগুলো দেশাত্মবোধক গান হয় সম্মিলিত ও একক কণ্ঠে। কবিতায় কিংবা নৃত‍্যেও উঠে আসে সাম‍্য আর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

Udichi 2_11zon

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদীচী, মন্ট্রিয়েল শাখার সভাপতি বাবলা দেব স্বাগত বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বলেন, এটি রুখে দিতে প্রগতিশীল, গণতান্ত্রিক প্রতিটি শক্তির ঐক্যবদ্ধভাবে নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি।

উল্লেখ‍্য, অনুষ্ঠানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছিল প্রতিটি পর্ব। সেখানে আয়োজক সংগঠনের প্রতিনিধির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য ছাড়া আর কারও বক্তব্য ছিল না। ছিল না বক্তৃতামঞ্চ, ছিল না কোনো সভাপতি, অতিথি।

অনুষ্ঠানজুড়ে ছিল শোক, শ্রদ্ধা আর আবারও একাত্তরের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আবহ। দ্রোহের গান ও কবিতার চেতনায় সাজানো একটি সুগ্রন্থিত সাংস্কৃতিক অনুষ্ঠান হলভর্তি দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৩ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে