logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের ইফতার ও সম্মাননা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের ইফতার ও সম্মাননা

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৮ মার্চ) কুয়েত সিটির শার্ক টাওয়ার হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে আবু বকর সিদ্দিকীর ৩ বছর দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া, ২০২৪ সালে কুয়েত থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ টিকিট বিক্রেতা হিসেবে প্রথম স্থান অর্জন করায় স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালককে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিমানের বিদায়ী কান্ট্রি ম্যানেজার।

আয়োজনে সভাপতিত্ব করেন স্কাইটাচ ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হোসনে মোবারক।

প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদায়ী কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, আল আতলা ট্রাভেলসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জামিন নাকবি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহসভাপতি শফিকুল ইসলাম, জাজিরা এয়ারলাইনসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ফজলুর রহমান।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সাদেক রিপন ও আল আমিন রানা।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সেলিম হাওলাদার ও মহসিন মিঝি।

IMG-20250319-WA0032

অনুষ্ঠানে আবু বকর সিদ্দিকীকে স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া, স্কাইটাচ ট্রাভেল এজেন্সির পক্ষ হতে কুয়েত–ঢাকা রুটে ফ্রি ভ্রমণের টিকিটের বিজয়ীর নম্বর ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিকী বলেন, লাল সবুজ পতাকাবাহী আকাশে শান্তির নীড় বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের সম্পদ। দেশের রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়তের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতিরিক্ত হাত ব্যাগেজ আকাশে বিমান যাতায়াতে ঝুঁকি বাড়ায়। এই ঝুঁকি এড়াতে তিনি অতিরিক্ত হাত ব্যাগেজ বহন না করতে এবং পাসপোর্ট নবায়ন করে থাকলে টিকিট বুকিংয়ের আগে সিভিল আইডির তথ্য মিলিয়ে নিতে প্রবাসীদের অনুরোধ করেন। যাতে করে প্রবাসীদের বিমানবন্দরে গিয়ে হয়রানির শিকার না হতে হয়।

তিনি সকল প্রবাসীকে কুয়েতের স্থানীয় আইন মেনে চলার অনুরোধ করেন।

আরও পড়ুন

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৯ ঘণ্টা আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

২১ ঘণ্টা আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১ দিন আগে

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ দিন আগে