
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।