বিডিজেন ডেস্ক
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে।]
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাসে আলোচনা ও মতবিনিময় সভা এবং প্রবাসী কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অভিবাসী কর্মীদের অবদান অপরিসীম। সব অভিবাসীর পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। এই অভিবাসী দিবসে জর্ডানে কর্মরত সব বাংলাদেশি অভিবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোটদান প্রত্যেক বাংলাদেশির অধিকার। কিন্তু বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কাজ করব।’
তিনি আরও বলেন, দেশে অর্থ প্রেরণে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আইনি জটিলতার শিকার হয়ে থাকেন। আমরা এই জটিলতা কমাতে কাজ করে যাচ্ছি।’
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উম্মে সালমা বলেন, ‘জর্ডানের পোশাক খাতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এ ছাড়া, গৃহকর্মী, আবাসন ও অন্য ব্যবসায় অনেক বাংলাদেশি রয়েছেন। জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে সব সময় আছি ও থাকব। আপনাদের কাছে অনুরোধ জর্ডানে অবৈধভাবে কাজ করবেন না।’
আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে।]
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাসে আলোচনা ও মতবিনিময় সভা এবং প্রবাসী কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অভিবাসী কর্মীদের অবদান অপরিসীম। সব অভিবাসীর পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। এই অভিবাসী দিবসে জর্ডানে কর্মরত সব বাংলাদেশি অভিবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোটদান প্রত্যেক বাংলাদেশির অধিকার। কিন্তু বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কাজ করব।’
তিনি আরও বলেন, দেশে অর্থ প্রেরণে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আইনি জটিলতার শিকার হয়ে থাকেন। আমরা এই জটিলতা কমাতে কাজ করে যাচ্ছি।’
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উম্মে সালমা বলেন, ‘জর্ডানের পোশাক খাতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এ ছাড়া, গৃহকর্মী, আবাসন ও অন্য ব্যবসায় অনেক বাংলাদেশি রয়েছেন। জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে সব সময় আছি ও থাকব। আপনাদের কাছে অনুরোধ জর্ডানে অবৈধভাবে কাজ করবেন না।’
আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।