বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।
দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।
সূত্র: লুৎফুর রহমান, দুবাই
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।
দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।
সূত্র: লুৎফুর রহমান, দুবাই
যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘ইউকে–বাংলা প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।