শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]
ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।
গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবের সফলতায় প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান।