
এমরান হোসাইন, ক্যানসাস, যুক্তরাষ্ট্র

মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। নানা আয়োজনে দিনভর মাতিয়ে তোলেন মায়ের দল।

মায়েরা কিন্তু বাবাদের আনতে ভোলেননি। তাই তো কবি বলেছেন- বিশ্বে যা–কিছু মহান সৃষ্টি চির–কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দুপুর ১২টায় সবাই মিলে ইয়াবড় মজাদার কেক কেটে মা-দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। মাকে অভ্যর্থনা জানিয়ে ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে এতে সব মায়েদের জন্য আকর্ষণীয় গিফটের আয়োজন করা হয়েছে।

মা কাবেরী দাস একমাত্র ছেলে রিতুলকে জড়িয়ে ধরে ছবি তোলেন। ভালোবাসায় সিক্ত মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ক্যানসাস থেকে রিতুল এবার ক্যালিফোর্নিয়া ইউনিভাসিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে আনোয়ারের এক কাপ চা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।
প্রবাসে এত ব্যবস্ততার মাঝে এত সুন্দর অনুষ্ঠান অয়োজনে ধন্যবাদ জানান মাহপারা করিম, রুপেন দেব, প্রশান্ত বিশ্বাস, সোমবার্তা, বিদ্যূত দে, নাজমূল কবির দিপন, সুবির বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী প্রমুখ।

মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। নানা আয়োজনে দিনভর মাতিয়ে তোলেন মায়ের দল।

মায়েরা কিন্তু বাবাদের আনতে ভোলেননি। তাই তো কবি বলেছেন- বিশ্বে যা–কিছু মহান সৃষ্টি চির–কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দুপুর ১২টায় সবাই মিলে ইয়াবড় মজাদার কেক কেটে মা-দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। মাকে অভ্যর্থনা জানিয়ে ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে এতে সব মায়েদের জন্য আকর্ষণীয় গিফটের আয়োজন করা হয়েছে।

মা কাবেরী দাস একমাত্র ছেলে রিতুলকে জড়িয়ে ধরে ছবি তোলেন। ভালোবাসায় সিক্ত মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ক্যানসাস থেকে রিতুল এবার ক্যালিফোর্নিয়া ইউনিভাসিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে আনোয়ারের এক কাপ চা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।
প্রবাসে এত ব্যবস্ততার মাঝে এত সুন্দর অনুষ্ঠান অয়োজনে ধন্যবাদ জানান মাহপারা করিম, রুপেন দেব, প্রশান্ত বিশ্বাস, সোমবার্তা, বিদ্যূত দে, নাজমূল কবির দিপন, সুবির বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী প্রমুখ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।