এমরান হোসাইন, ক্যানসাস, যুক্তরাষ্ট্র
মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। নানা আয়োজনে দিনভর মাতিয়ে তোলেন মায়ের দল।
মায়েরা কিন্তু বাবাদের আনতে ভোলেননি। তাই তো কবি বলেছেন- বিশ্বে যা–কিছু মহান সৃষ্টি চির–কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দুপুর ১২টায় সবাই মিলে ইয়াবড় মজাদার কেক কেটে মা-দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। মাকে অভ্যর্থনা জানিয়ে ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে এতে সব মায়েদের জন্য আকর্ষণীয় গিফটের আয়োজন করা হয়েছে।
মা কাবেরী দাস একমাত্র ছেলে রিতুলকে জড়িয়ে ধরে ছবি তোলেন। ভালোবাসায় সিক্ত মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ক্যানসাস থেকে রিতুল এবার ক্যালিফোর্নিয়া ইউনিভাসিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে আনোয়ারের এক কাপ চা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।
প্রবাসে এত ব্যবস্ততার মাঝে এত সুন্দর অনুষ্ঠান অয়োজনে ধন্যবাদ জানান মাহপারা করিম, রুপেন দেব, প্রশান্ত বিশ্বাস, সোমবার্তা, বিদ্যূত দে, নাজমূল কবির দিপন, সুবির বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী প্রমুখ।
মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। নানা আয়োজনে দিনভর মাতিয়ে তোলেন মায়ের দল।
মায়েরা কিন্তু বাবাদের আনতে ভোলেননি। তাই তো কবি বলেছেন- বিশ্বে যা–কিছু মহান সৃষ্টি চির–কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দুপুর ১২টায় সবাই মিলে ইয়াবড় মজাদার কেক কেটে মা-দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। মাকে অভ্যর্থনা জানিয়ে ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে এতে সব মায়েদের জন্য আকর্ষণীয় গিফটের আয়োজন করা হয়েছে।
মা কাবেরী দাস একমাত্র ছেলে রিতুলকে জড়িয়ে ধরে ছবি তোলেন। ভালোবাসায় সিক্ত মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ক্যানসাস থেকে রিতুল এবার ক্যালিফোর্নিয়া ইউনিভাসিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে আনোয়ারের এক কাপ চা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।
প্রবাসে এত ব্যবস্ততার মাঝে এত সুন্দর অনুষ্ঠান অয়োজনে ধন্যবাদ জানান মাহপারা করিম, রুপেন দেব, প্রশান্ত বিশ্বাস, সোমবার্তা, বিদ্যূত দে, নাজমূল কবির দিপন, সুবির বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।