logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৫-২০২৬) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতারা পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেন নতুন কমিটি গঠনের। তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় নতুন কমিটি গঠন করেন।

কমিটি গঠনের সময় নির্বাচনের প্রসঙ্গ ওঠে। কিন্তু কমিটির নেতারা প্রকাশ্য সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশকে পুনরায় সভাপতি পদে রাখার দাবি করেন। অন্য কেউ সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার সমর্থনে জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান।

সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম ও কাসাদুল—তিনজনের নাম প্রস্তাব করা হলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এ ছাড়া, আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ ও সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুলকে দায়িত্ব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের সংগঠন। এই সংগঠন কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে।

আরও পড়ুন

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৯ ঘণ্টা আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

১ দিন আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১ দিন আগে

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ দিন আগে