logo
সুপ্রবাস

ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার

রফিক হোসেন, ভিচেঞ্জা, ইতালি২৫ মার্চ ২০২৫
Copied!
ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার

ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেঞ্জার একটি খোলা মাঠে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতারে ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে ইফতার ও নামাজ আদায় করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।

Vicenza, Italy 2

ভিচেঞ্জা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক, আমরা মুসলমান এভাবে সিয়াম–সাধনার একটি মাস পালন করি।

যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আয়োজন সাফল্যমণ্ডিত করায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে ভিচেঞ্জার বাংলা কমিউনিটিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ভিচেঞ্জার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায়বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেঞ্জার প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৭ দিন আগে