logo
সুপ্রবাস

গ্রিসে রেমিট্যান্স উৎসব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
গ্রিসে রেমিট্যান্স উৎসব
ছবি: সংগৃহীত

গ্রিস থেকে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি হাতে নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

এই কর্মসূচির স্লোগান ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’। এ কর্মসূচিতে অংশ নিচ্ছে গ্রিসের বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠান গিয়ে উৎসাহ দিচ্ছেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি এথেন্সের পাথিশিয়ন এলাকার তাজমহল ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শন করেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির মালিক এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে।’

রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে লটারির আয়োজন করে তাজমহল মানি ট্রান্সফার এজেন্সি। লটারিতে বিজয়ী আট প্রবাসীকে পুরস্কার দেওয়া হয়।

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে