
বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সমিতির নেতারা কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমিতির বিগত দিনের নানা কর্মকাণ্ড তার কাছে তুলে ধরেন।
কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান আমিরাত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান।
তিনি বলেন, সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক ও মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সেগুলো সুফল বয়ে আনবে।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।
আজমানের বাংলাদেশ সমিতির পক্ষে ছিলেন সভাপতি আব্দুল আলিম সিআইপি, সাধারণ সম্পাদক সিকদার মো. শাফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি মো. সেলিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি হাসান জাকির, সহসভাপতি এইচ এম কামরুজ্জামান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. বারেকুজ্জামান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া সেক্রেটারি মাহাবুব হাসান হৃদয় এবং সাধারণ সদস্য জাবেদ হোসেন, মিজান সৈয়দ ও মো. বুলবুল আহমেদ মকুল।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সমিতির নেতারা কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমিতির বিগত দিনের নানা কর্মকাণ্ড তার কাছে তুলে ধরেন।
কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান আমিরাত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান।
তিনি বলেন, সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক ও মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সেগুলো সুফল বয়ে আনবে।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।
আজমানের বাংলাদেশ সমিতির পক্ষে ছিলেন সভাপতি আব্দুল আলিম সিআইপি, সাধারণ সম্পাদক সিকদার মো. শাফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি মো. সেলিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি হাসান জাকির, সহসভাপতি এইচ এম কামরুজ্জামান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. বারেকুজ্জামান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া সেক্রেটারি মাহাবুব হাসান হৃদয় এবং সাধারণ সদস্য জাবেদ হোসেন, মিজান সৈয়দ ও মো. বুলবুল আহমেদ মকুল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।