logo
সুপ্রবাস

দুবাইয়ের কনসাল জেনারেলের সঙ্গে আজমানের বাংলাদেশ সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ের কনসাল জেনারেলের সঙ্গে আজমানের বাংলাদেশ সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা

মঙ্গলবার (১২ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সমিতির নেতারা কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমিতির বিগত দিনের নানা কর্মকাণ্ড তার কাছে তুলে ধরেন।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান আমিরাত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক ও মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সেগুলো সুফল বয়ে আনবে।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।

আজমানের বাংলাদেশ সমিতির পক্ষে ছিলেন সভাপতি আব্দুল আলিম সিআইপি, সাধারণ সম্পাদক সিকদার মো. শাফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি মো. সেলিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি হাসান জাকির, সহসভাপতি এইচ এম কামরুজ্জামান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. বারেকুজ্জামান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া সেক্রেটারি মাহাবুব হাসান হৃদয় এবং সাধারণ সদস্য জাবেদ হোসেন, মিজান সৈয়দ ও মো. বুলবুল আহমেদ মকুল।

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে