logo
সুপ্রবাস

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি

প্রতিনিধি, কুয়ালালামপুর০৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের এলিট রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল কাদেরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু। পরে সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয়।

IMG-20250130-WA0093

কমিটির অন্য সদস্যরা হলেেন; সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান (বিডিনিউজ), সহ-সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের (সময় টিভি), সহ-সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪ টেলিভিশন), যুগ্ম- সাধারণ সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন; মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি), বশির ইবনে জাফর (ঢাকা টাইমস)।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বিগত দিনের মতো আগামীতেও সকল সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করে তানা।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে