logo
সুপ্রবাস

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

নাঈম হাসান, লন্ডন, যুক্তরাজ‍্য থেকে০৩ আগস্ট ২০২৫
Copied!
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যাচ অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাব মাঠে।

লাল ও সবুজ নামে ২টি দল খেলায় অংশগ্রহণ করে। এতে সবুজ দলকে পরাজিত করে লাল দল।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম খেলার উদ্বোধন করার পাশাপাশি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

IMG_0611

হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আমাদের আজকের এই আয়োজনের অন‍্যতম উদ্দেশ‍্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সৌহার্দ্যের মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সংগঠকদের সঙ্গে একসঙ্গে কাজ করা। যাতে করে এখান থেকে বেরিয়ে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

এসময় হাইকমিশনার জুলাই গণঅভ্যুত্থানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথাও স্মরণ করেন। 

ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সুপরিচিত ক্রিকেটার অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র প্রমুখ। 

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে