logo
সুপ্রবাস

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

নাঈম হাসান, লন্ডন, যুক্তরাজ‍্য থেকে০৩ আগস্ট ২০২৫
Copied!
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যাচ অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাব মাঠে।

লাল ও সবুজ নামে ২টি দল খেলায় অংশগ্রহণ করে। এতে সবুজ দলকে পরাজিত করে লাল দল।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম খেলার উদ্বোধন করার পাশাপাশি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

IMG_0611

হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আমাদের আজকের এই আয়োজনের অন‍্যতম উদ্দেশ‍্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সৌহার্দ্যের মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সংগঠকদের সঙ্গে একসঙ্গে কাজ করা। যাতে করে এখান থেকে বেরিয়ে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

এসময় হাইকমিশনার জুলাই গণঅভ্যুত্থানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথাও স্মরণ করেন। 

ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সুপরিচিত ক্রিকেটার অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র প্রমুখ। 

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে