logo
সুপ্রবাস

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

নাঈম হাসান, লন্ডন, যুক্তরাজ‍্য থেকে০৩ আগস্ট ২০২৫
Copied!
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যাচ অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাব মাঠে।

লাল ও সবুজ নামে ২টি দল খেলায় অংশগ্রহণ করে। এতে সবুজ দলকে পরাজিত করে লাল দল।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম খেলার উদ্বোধন করার পাশাপাশি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

IMG_0611

হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আমাদের আজকের এই আয়োজনের অন‍্যতম উদ্দেশ‍্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সৌহার্দ্যের মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সংগঠকদের সঙ্গে একসঙ্গে কাজ করা। যাতে করে এখান থেকে বেরিয়ে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

এসময় হাইকমিশনার জুলাই গণঅভ্যুত্থানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথাও স্মরণ করেন। 

ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সুপরিচিত ক্রিকেটার অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র প্রমুখ। 

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৩ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে