logo
সুপ্রবাস

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত হিউম্যান সাপোর্ট করপোরেশনের ১২তম বর্ষের টিকাদান কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের দোতলায় হিউম্যান সাপোর্ট করপোরেশনের অফিসে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

প্রতি বছরের মতো এ বছরও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন। প্রায় শতাধিক প্রবাসী এই টিকা গ্রহণ করেন।

উত্তর আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বে প্রায় ৮০ হাজার মানুষ মারা যায় ফ্লু আক্রান্ত হয়ে।

মানুষ মানুষের জন্য স্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট করপোরেশনের এই উদ্যোগে যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেখ আল মামুন, শাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নুর মোহাম্মদ তফাদার, শাকিব হাসান হায়দার, গোলাম কিবরিয়া ও জাহানারা আলী।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুদদোহা, এ টি এম সালাউদ্দিন আহমেদ, আবু পাশা, তপন কুমার সেন, আবুল কাশেম, মাহে আলম জেমস, জুনান নাশিদ সানি, হৃদয় মিয়া, ফৌজিয়া ইয়াসমিন, শামসুন্নাহার আলো, সাবিনা আক্তার, পারভিন আক্তার, সামিহা আলী, রাইসা আলী ও আবুল বাশার প্রমুখ।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৮ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৮ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৫ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে