logo
সুপ্রবাস

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত হিউম্যান সাপোর্ট করপোরেশনের ১২তম বর্ষের টিকাদান কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের দোতলায় হিউম্যান সাপোর্ট করপোরেশনের অফিসে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

প্রতি বছরের মতো এ বছরও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন। প্রায় শতাধিক প্রবাসী এই টিকা গ্রহণ করেন।

উত্তর আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বে প্রায় ৮০ হাজার মানুষ মারা যায় ফ্লু আক্রান্ত হয়ে।

মানুষ মানুষের জন্য স্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট করপোরেশনের এই উদ্যোগে যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেখ আল মামুন, শাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নুর মোহাম্মদ তফাদার, শাকিব হাসান হায়দার, গোলাম কিবরিয়া ও জাহানারা আলী।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুদদোহা, এ টি এম সালাউদ্দিন আহমেদ, আবু পাশা, তপন কুমার সেন, আবুল কাশেম, মাহে আলম জেমস, জুনান নাশিদ সানি, হৃদয় মিয়া, ফৌজিয়া ইয়াসমিন, শামসুন্নাহার আলো, সাবিনা আক্তার, পারভিন আক্তার, সামিহা আলী, রাইসা আলী ও আবুল বাশার প্রমুখ।

আরও পড়ুন

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৯ ঘণ্টা আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

২১ ঘণ্টা আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১ দিন আগে

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ দিন আগে