logo
সুপ্রবাস

কুয়েতে নিউজ২৪ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৯ আগস্ট ২০২৫
Copied!
কুয়েতে নিউজ২৪ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুয়েতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে নিউজ২৪ দর্শক ফোরাম কুয়েত আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুয়েতের খাইতান রাজধানী প্যালেস হোটেলের বল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউজ২৪ টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. ইকবাল আখতার।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সিনিয়র নেতা শোয়েব আহমেদ, আক্তারুজ্জামান সামছ, মীর মোসাররফ হোসেন।

আরও ছিলেন নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ, প্রকৌশলী আবদুস সালাম, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহসভাপতি সারোয়ার্দী, প্রকৌশলী জুলফিকার পথিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন খোকন, সংগঠক সোহাল বেগ, গোল্ডেন সেলিম, ফকরুল ইসলাম কায়েস।

আলোচনা শেষে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আগত নিউজ২৪-এর নিয়মিত দর্শক এবং অতিথিরা উৎসবমুখর পরিবেশে কেক কাটেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় গানে দর্শকদের আনন্দ দেন প্রবাস ব্যান্ড কুয়েত ব্যান্ডের টিমের কণ্ঠশিল্পী এটিএন বাংলার চ্যাম্পিয়ন আশরাফুল, কণ্ঠশিল্পী অভি, অরুপ ঘোষ, রুমন ও মিরাজ।

নিউজ২৪ শুধু দেশে নয় প্রবাসীদের হৃদয়েও সেতুবন্ধন সৃষ্টি করুক এই প্রত্যাশা জানান অতিথিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, ফয়েজ, ফকরুল ইসলাম, শহীদ, কাজী, শাহাবুদ্দিন, ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইসমাই সোবহান, নাজিম উদ্দিন, হাসান কামাল, গাজী প্রমুখ।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে