
বিডিজেন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সি ফর চাটগাঁর প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামের বাসিন্দারা।
শুক্রবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে চাটগাঁ ভবনে অনুষ্ঠিত হয় সি ফর চাটগাঁর প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে আমন্ত্রিত অর্ধশতাধিক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সি ফর চাটগাঁর পরিচালক ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সচিব সামির হোসাইন।
পরে উপস্থিত সবাই সি ফর চাটগাঁ ভবনের ভেতর ও বাইরের অংশ ঘুরে ঘুরে দেখেন।
সভার দ্বিতীয় পর্বে সি ফর চাটগাঁর গত বছরের বার্ষিক রিপোর্টের কপি বিতরণ করা হয়। পরে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি ফর চাটগাঁর পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।
বক্তারা সবাই যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীদের স্বপ্ন পূরণে এই উদ্যোগের প্রশংসা করেন।
সি ফর চাটগাঁ ভবন বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীর একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এর মধ্য দিয়ে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পুরণ হয়েছে। যা বিলেতে চট্টগ্রামবাসীদের অংশীদারত্বের ভিত্তিতে কেনা প্রথম স্থায়ী নিজস্ব সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
২০২৩ সালে চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজিম উদ্দিন সি ফর চাটগাঁ নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। অক্লান্ত পরিশ্রম করে মাত্র কয়েক মাসের মধ্যেই চাটগাঁবাসীদের সঙ্গে নিয়েই প্রায় দেড় মিলিয়ন পাউন্ডে কেনা হয় এই সি ফর চাটগাঁ ভবন। এটাই হচ্ছে বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে অংশীদারত্বের ভিত্তিতে কেনা প্রথম সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সি ফর চাটগাঁর প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামের বাসিন্দারা।
শুক্রবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে চাটগাঁ ভবনে অনুষ্ঠিত হয় সি ফর চাটগাঁর প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে আমন্ত্রিত অর্ধশতাধিক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সি ফর চাটগাঁর পরিচালক ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সচিব সামির হোসাইন।
পরে উপস্থিত সবাই সি ফর চাটগাঁ ভবনের ভেতর ও বাইরের অংশ ঘুরে ঘুরে দেখেন।
সভার দ্বিতীয় পর্বে সি ফর চাটগাঁর গত বছরের বার্ষিক রিপোর্টের কপি বিতরণ করা হয়। পরে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি ফর চাটগাঁর পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।
বক্তারা সবাই যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীদের স্বপ্ন পূরণে এই উদ্যোগের প্রশংসা করেন।
সি ফর চাটগাঁ ভবন বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীর একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এর মধ্য দিয়ে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পুরণ হয়েছে। যা বিলেতে চট্টগ্রামবাসীদের অংশীদারত্বের ভিত্তিতে কেনা প্রথম স্থায়ী নিজস্ব সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
২০২৩ সালে চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজিম উদ্দিন সি ফর চাটগাঁ নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। অক্লান্ত পরিশ্রম করে মাত্র কয়েক মাসের মধ্যেই চাটগাঁবাসীদের সঙ্গে নিয়েই প্রায় দেড় মিলিয়ন পাউন্ডে কেনা হয় এই সি ফর চাটগাঁ ভবন। এটাই হচ্ছে বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে অংশীদারত্বের ভিত্তিতে কেনা প্রথম সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।