logo
সুপ্রবাস

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

শরিফ উদ্দিন, কাতার২১ মার্চ ২০২৫
Copied!
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে আল নূর কালচারাল সেন্টারের কোরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানী দোহার সুলতানস ডাইন রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সেলর (পাসপোর্ট) মো. মেহদী হাসান, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও এম.এইচ.আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার মোহাম্মদ হবি রহমান।

সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক।

সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা। সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন সদস্য-সচিব সোলাইমান খান।

আল নূরের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

রমজান ফজিলত সম্পর্কে বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন আমিনুল ইসলাম।
অনুষ্ঠান শুরু হয় সাবিব ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। হাফেজ মাওলানা আসাদ উল্লাহর দোয়ার পর ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সমিতির নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মো. শরিফ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরে আলম জাহাঙ্গীর, খালেদ মোশাররফ, তৌশিক ভূঁইয়া, মাওলানা হুসাইন আহমেদ, ইফতেখার সোহাগ, খায়রুল ইসলাম রুবেল, হাফেজ বাহাউদ্দিন ও ওবায়দুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

১৬ ঘণ্টা আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

১ দিন আগে

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

১ দিন আগে

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জুলাই) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ দিন আগে