অসুস্থ স্ত্রী সাফিয়া বেগমকে দেখতে যাওয়ার জন্য স্বজনদের বলেছিলেন কুয়েতপ্রবাসী সোহানুর রহমান। সেই দেখা আর হলো না। প্রবাস থেকে দেশে ফিরলেন। গ্রামের বাড়িতে ফিরে দেখলেন স্বজনদের নিথর দেহ।
জয় সবাইকে জানালেন, তাঁর স্ত্রী থাকেন ইতালিতে। সেখানে দুই শ্যালকের কারখানা আছে। কেউ চাইলে তাকে ইতালি নিয়ে ভালো বেতনে কাজ দেওয়া হবে। ইতালি যাওয়ার আশায় সরল বিশ্বাসে গ্রামের অনেকেই জয় ও কুলসুমের হাতে তুলে দিয়েছেন মোটা টাকা। এরপর লাপাত্তা হয়ে গেছেন এই `প্রতারক’ দম্পতি।