শেষ পর্যন্ত প্লাবন একদিন থেমে গিয়ে নিজেকে জিজ্ঞেস করল—‘যে ভবিষ্যতের জন্য আমি বেঁচে আছি, সেটি কখন আসবে? আমি তো সবসময় ভবিষ্যতের অপেক্ষায় থেকেছি, অথচ আজও সেটি “আগামীকাল”। তাহলে কি আমি আসলে কখনো বাঁচিনি?’
‘ভালো’ ও ‘মন্দ’ একে অপরের বিপরীত হলেও, তারা একে অপরের পরিপূরকও বটে। ভালো আমাদের শান্তি, সৃজনশীলতা ও মানবিক গুণাবলিকে তুলে ধরে। আর মন্দ আমাদের শেখায়, কঠিন পরিস্থিতিতেও সম্ভাবনা খুঁজে বের করার উপায়।