বিডিজেন ডেস্ক
পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্সট্যান্ট মেসেজি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতি মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে যোগাযোগের ক্ষেত্রে। মেসেজ আদানপ্রদানে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় হোয়াটসঅ্যাপে প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টি মোটামুটি সুনিশ্চিত।
হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো মেসেজ একটি নির্দিষ্ট সময় পর অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করা সম্ভব। সেটি হতে পারে নির্দিষ্ট কারো সাথে চ্যাটে, আবার সবার সাথে চ্যাটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই ফিচারটি।
নির্দিষ্ট চ্যাটে ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে সেই চ্যাটটি ওপেন করতে হবে। এবারে স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। এবারে ২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন- এই তিনটি অপশনের মধ্য থেকে একটি সিলেক্ট করে দিলেই সে অনুযায়ী মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার হতে থাকবে। আবার ‘অফ’ অপশনটি সিলেক্ট করে দিলেই ফিচারটি ডিঅ্যাকটিভেট হয়ে যাবে।
এই ৪টি অপশনের নিচে ‘ট্রাই অ্যা ডিফল্ট মেসেজ টাইমার’ নামে রয়েছে আরেকটি অপশন। আপনি যদি চান ইতোপূর্বে পাঠানো মেসেজগুলো অদৃশ্য না হয়ে শুধু নতুন করে পাঠানো মেসেজগুলো নির্দিষ্ট সময় পর পর মুছে যাক তাহলে আপনাকে এই অপশনটিতে ট্যাপ করতে হবে। এরপর একইভাবে ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিনের মধ্য থেকে একটি অপশন সিলেক্ট করে দিলে সে অনুযায়ী নতুন পাঠানো মেসেজগুলো চ্যাট থেকে অদৃশ্য হতে থাকবে।
মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করার ফিচারটি যদি আপনি সব চ্যাটের ক্ষেত্রেই অ্যাক্টিভেট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে ‘প্রাইভেসি’ অপশনে গেলে পেয়ে যাবেন ‘ডিফল্ট মেসেজ টাইমার’ অপশনটি। আর এতে ট্যাপ করলেই পেয়ে যাবেন ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিন- এই তিনটি অপশন। এবারে পছন্দের অপশনটি সিলেক্ট করে দিলেই আপনার পাঠানো মেসেজগুলো এখন থেকে নির্দিষ্ট সময় অন্তর অদৃশ্য হতে থাকবে।
তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট
পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্সট্যান্ট মেসেজি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতি মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে যোগাযোগের ক্ষেত্রে। মেসেজ আদানপ্রদানে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় হোয়াটসঅ্যাপে প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টি মোটামুটি সুনিশ্চিত।
হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো মেসেজ একটি নির্দিষ্ট সময় পর অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করা সম্ভব। সেটি হতে পারে নির্দিষ্ট কারো সাথে চ্যাটে, আবার সবার সাথে চ্যাটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই ফিচারটি।
নির্দিষ্ট চ্যাটে ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে সেই চ্যাটটি ওপেন করতে হবে। এবারে স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। এবারে ২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন- এই তিনটি অপশনের মধ্য থেকে একটি সিলেক্ট করে দিলেই সে অনুযায়ী মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার হতে থাকবে। আবার ‘অফ’ অপশনটি সিলেক্ট করে দিলেই ফিচারটি ডিঅ্যাকটিভেট হয়ে যাবে।
এই ৪টি অপশনের নিচে ‘ট্রাই অ্যা ডিফল্ট মেসেজ টাইমার’ নামে রয়েছে আরেকটি অপশন। আপনি যদি চান ইতোপূর্বে পাঠানো মেসেজগুলো অদৃশ্য না হয়ে শুধু নতুন করে পাঠানো মেসেজগুলো নির্দিষ্ট সময় পর পর মুছে যাক তাহলে আপনাকে এই অপশনটিতে ট্যাপ করতে হবে। এরপর একইভাবে ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিনের মধ্য থেকে একটি অপশন সিলেক্ট করে দিলে সে অনুযায়ী নতুন পাঠানো মেসেজগুলো চ্যাট থেকে অদৃশ্য হতে থাকবে।
মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করার ফিচারটি যদি আপনি সব চ্যাটের ক্ষেত্রেই অ্যাক্টিভেট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে ‘প্রাইভেসি’ অপশনে গেলে পেয়ে যাবেন ‘ডিফল্ট মেসেজ টাইমার’ অপশনটি। আর এতে ট্যাপ করলেই পেয়ে যাবেন ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিন- এই তিনটি অপশন। এবারে পছন্দের অপশনটি সিলেক্ট করে দিলেই আপনার পাঠানো মেসেজগুলো এখন থেকে নির্দিষ্ট সময় অন্তর অদৃশ্য হতে থাকবে।
তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।
চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।