logo
জেনে নিন

ফেসবুকে চিঠি লিখে বিপদ ডেকে আনছেন না তো?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ নভেম্বর ২০২৪
Copied!
ফেসবুকে চিঠি লিখে বিপদ ডেকে আনছেন না তো?

অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাড়া ফেলে দিয়েছে চিঠি ডটমি নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে আপনি লিখলে তা পুরোনো দিনের কাগজ ও হাতে বল পয়েন্ট লেখার ফন্টে চলে আসবে। এর মাধ্যমে প্রিয়জনকে চিঠি লেখা যায় নিজের নাম, পরিচয় গোপন রেখে।

এরই মধ্যে প্রায় এক লাখ বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।

এই অ্যাপ ডাউনলোড করার সময় শর্তে লেখা, গ্রাহকদের কিছু তথ্য তারা রাখবে। আবার এটাও বলা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপ যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে, তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়। আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের কাছে।

অ্যাপটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডিসহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্য়াপ।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপে একটি অফিশিয়াল মেইল আইডি ব্যবহার করা হচ্ছে। সেটি হচ্ছে [email protected]। সাধারণত কোনো স্থায়ী সংস্থার বা অ্যাপের নিজেদের ডোমেন মেইল আইডি থাকে। অথচ এটি জি-মেইল অ্যাকাউন্ট থেকে পরিচালিত। এই ধরনের আইডি খুলতে পারেন যে কেউ, যে কোনো জায়গা থেকে। আর এমন মেইল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ কেউ করলে তাকে খুঁজে বের করা বেশ কঠিন।

তাই যে কোনো অ্যাপ ব্যবহারের আগেই সতর্ক হোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই সেখানে সামিল হবেন, তেমনটা নয়। আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকিশন ব্যবহার করুন। যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নিন।

তথ্যসূত্র: নিউজ১৮

আরও পড়ুন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

১৭ আগস্ট ২০২৫

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।

১৩ আগস্ট ২০২৫

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

২৮ জুন ২০২৫