logo
খবর

সুদানে গৃহযুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সুদানে গৃহযুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
সুদানের গৃহযুদ্ধে উভয় পক্ষই চরম মানবাধিকার লঙ্ঘন করছে।

সুদানে চলমান গৃহযুদ্ধে বিবাদমান দুই পক্ষ দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি করেছে জাতিসংঘ। চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারের আটক করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। এ অবস্থায় সেখানে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ ও শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী (আরএসএফ) উভয় পক্ষই যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারে আটক করা হচ্ছে তাদের।

ফ্যাক্টফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মোহামেদ চান্দ ওথমান জানান, সুদানে বিবাদমান দুই পক্ষ চরমভাবে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করছে, যার একেকটি আন্তর্জাতিক অপরাধের সমান। লিঙ্গ এবং বয়সভেদে চালানো হচ্ছে ভিন্নপন্থার নির্যাতন। যার প্রভাব থাকতে পারে কয়েক দশক পর্যন্ত।

শান্তিরক্ষা মিশনে দেশটিতে বিদ্যমান অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলেই কেবল এই অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।

মোহামেদ চান্দ ওথমান আরও জানান, দেশটিতে মানবাধিকার পুনরুদ্ধারে নিরপেক্ষ বাহিনী মোতায়েন করার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকে আহ্বান ও সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিবাদমান দুই পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধাপরাধ বন্ধের জন্যও আহ্বান জানানো হচ্ছে।

জাতিসংঘ তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে, আরএসএফ ও তাদের মিত্রবাহিনীগুলো সুদানে যৌন দাসী এবং শিশু সেনা নিয়োগের মতো অতিরিক্ত যুদ্ধাপরাধ করছে। চলমান সংঘাতে দেশটিতে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ।

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৩ ঘণ্টা আগে