logo
খবর

কারারুদ্ধ প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নেওয়ায় ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা প্রকাশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কারারুদ্ধ প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নেওয়ায় ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা প্রকাশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কারারুদ্ধ ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে অনেক প্রবাসী আটক আছেন। তারা কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে এরা মুক্ত হতে পারছেন না।

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এসব প্রবাসীর মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেকিল চৌধুরী।

আরও দেখুন

উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ

উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ

ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরীক্ষার ফি আদায়ের অভিনব কৌশল হলো–শুরুতে বেশির ভাগ সেন্টার প্রথমে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে। তারপর যোগ্য হিসেবে রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ দাবি করা হয়। এমনকি প্রকৃত অযোগ্যরাও মোটা অঙ্কের টাকা দিয়ে যোগ্য হিসেবে সার্টিফিকেট পাচ্ছে।

১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

২ দিন আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

২ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

৩ দিন আগে