logo
খবর

পাকিস্তান থেকে ফিরে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিশাদের

প্রতিবেদক, বিডিজেন১২ মে ২০২৫
Copied!
পাকিস্তান থেকে ফিরে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিশাদের
রিশাদের দুঃখ প্রকাশ

পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মাঠের পারফরম্যান্স মন্দ না হলেও টুর্নামেন্টটা শেষ না করেই ফিরতে হয়েছে তাঁকে। ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে পিএসএলই স্থগিত হয়ে গেছে শেষ দিকে এসে। তবে দেশে ফেরার আগে যুদ্ধের মধ্যে পড়ে যাওয়ায় আতঙ্কময় সময় কেটেছে তাঁর। তবে দেশের ফেরার আগে দুবাই বিমান বন্দরে সংবাদমাধ্যমে যে সাক্ষাৎকারটি রিশাদ দিয়েছেন, সেটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সে জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

লাহোর কালান্দার্সে খেলছিলেন রিশাদ। এবারের পিএসএলে রিশাদের সঙ্গী ছিলেন বাংলাদেশ জাতীয় দলে তাঁর সতীর্থ ফাস্ট বোলার নাহিদ রানা। তিনি খেলেছেন পেশোয়ার জালমিতে। ৬ মে দিবাগত রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র আক্রমণ করে। পাকিস্তানও পাল্টা জবাব দিলে পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই গড়ায়। দুই দেশই একে অন্যের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাতে থাকে। ভারত রাওয়ালপিন্ডি ক্রিকেটে স্টেডিয়ামের পাশেই ড্রোন আক্রমণ চালালে পিএসএল স্থগিত হয়ে যায়। এই স্টেডিয়ামেই শুক্রবার খেলার কথা ছিল রিশাদের লাহোর ও নাহিদ রানার পেশোয়ারের।

ড্রোন আক্রমণের পর পিএসএলের বিদেশি ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন, তাঁরা যেকোনো মূল্যে নিজ নিজ দেশে ফিরতে উদগ্রীব হয়ে ওঠেন। রিশাদ ও নাহিদ রানাকেও দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে ফেরার সময় পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ, সেখানেই তাঁর কিছু মন্তব্য বিতর্কের সৃষ্টি করে। পিএসএলের বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা ও টম কারেনদের নিয়ে ছিল মন্তব্য। তাতে রিশাদ বলেছিলেন, ‘বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারেন…সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। দুবাইয়ে নামার পর মিচেল আমাকে বলেছে, সে আর কখনো পাকিস্তানে যাবে না। বিমানবন্দর বন্ধ হয়ে গেছে শুনে টম কারেন আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। এমনই কান্না যে ওকে সামলাতে কয়েকজনকে লেগেছিল।’

বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সূত্রেই কথা গুলো বলেছিলেন রিশাদ। এতে যে বিতর্কের সৃষ্টি হবে, বিশেষ করে ড্যারিল মিচেল ও টম কারেনের এই ঘটনা ভারতীয় গণমাধ্যম লুফে নেবে, সেটি তিনি বুঝতে পারেননি। ভারতীয় গণমাধ্যম ছাড়াও এটি অন্য দেশেও ছড়িয়ে পড়ে। এতে করে বিব্রত হয়েছেন কারেন ও মিচেল। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি মিচেল ও কারেনের কাছে ক্ষমাও চেয়েছেন।

রিশাদের কথা, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

১ দিন আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে