logo
খবর

মহেশখালীতে শাবলের আঘাতে যুবক খুন, আটক ৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫
Copied!
মহেশখালীতে শাবলের আঘাতে যুবক খুন, আটক ৩
মহেশখালীতে শাবলের আঘাতে নিহত যুবক নুরুন্নবী। ছবি: প্রথম আলো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাবলের আঘাতে নুরুন্নবী (২০) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

নুরুন্নবী ওই এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে।

মহেশখালী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় মোহাম্মদ সাগর নামের এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। সাগর ওই তরুণীর বাড়ি থেকে ফেরার পথে নুরুন্নবীসহ স্থানীয় লোকজন তাকে জেরা করেন। এ সময় তাদের সঙ্গে সাগরের কথা–কাটাকাটি হয়।

খবর পেয়ে সাগরের আত্মীয়স্বজন স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের একজন শাবল দিয়ে নুরুন্নবীর বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নুরন্নবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর বুধবার ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় বুধবার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগরের লোকজনের শাবলের আঘাতে নুরুন্নবী নামের এক যুবক নিহত হয়েছেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহত নুরুন্নবীর বুকে শাবলের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

১৭ ঘণ্টা আগে

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।

২০ ঘণ্টা আগে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

২০ ঘণ্টা আগে

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

২১ ঘণ্টা আগে