নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। এই পরিস্থিতি কাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধীদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। এই পরিস্থিতি কাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধীদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।