logo
খবর

ধানমণ্ডি ৩২-এ ব্যাপক ভাঙচুর

প্রতিবেদক, বিডিজেন০৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ধানমণ্ডি ৩২-এ ব্যাপক ভাঙচুর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিক্ষোভ ও ভাঙচুর চলছে। ৫ ফেব্রয়ারি ২০২৫। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের গেট ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে একদল বিক্ষুব্ধকারী ছাত্র–জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনলাইন ভাষণের প্রতিবাদে ধানমণ্ডি-৩২ নম্বরে বুলডোজার নিয়ে মিছিল করার ঘোষণা দেয় বিক্ষুব্ধরা।

ঘোষণা অনুযায়ী রাত ৯টায় বুলডজার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুমকি দিলেও বিক্ষুব্ধরা কর্মসূচি পাল্টে রাত ৮টার মধ্যে মিছিল নিয়ে ৩২ নম্বরে পৌঁছে যায় এবং বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

এ সময় বিক্ষুব্ধরা বলেন, ৩২ নম্বরের এই বাড়ি স্বৈরাচার আর ফ্যাসিবাদের প্রথম প্রতীক। এই বাড়িকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দেশে মুজিববাদ বলে কিছু থাকবে না। ফ্যাসিজমের কোনো চিহ্ন থাকবে না।

এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেয়। অনেকেই বাড়ির দোতালায় উঠে ভাঙচুর চালায় এবং হাতুড়ি, শাবল ও কাঠ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাড়ির অন্য অংশ ভাঙচুর করে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

৫ ঘণ্টা আগে

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

৮ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

৮ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৮ ঘণ্টা আগে