logo
খবর

সুনামগঞ্জে সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত
প্রতীকী ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিতে বাংলাদেশ–ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলামসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি নিয়ে যাচ্ছিলেন। এই সময় সাইদুল গুলিবিদ্ধ হন। পরে সাইদুলকে তাঁর সহযোগীরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুল ইসলামের পেটে গুলি লেগেছে। সাইদুলের লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে তারা শুনেছেন। তবে বিএসএফের গুলিতে সাইদুল মারা গেছেন, সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি।

এই বিষয়ে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে আরও কয়েকজনকে নিয়ে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় লোকজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন, তখন নাকি বিএসএফ সাইদুলকে গুলি করেছে। তবে বিজিবি এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এ জন্য বিশ্বম্ভরপুর উপজেলার বিজিবির মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

প্রবাসীদের ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

১৯ ঘণ্টা আগে

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।

১ দিন আগে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

১ দিন আগে

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

১ দিন আগে